ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


আখাউড়া আগরতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত


২২ নভেম্বর ২০২০ ১৮:২১

সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া -আগরতলা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রুহুল আমিন (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় কোড্ডা এলাকার মহাসড়কের তিতাস ব্রিজের পশ্চিম পাশে মোটর সাইকেল আরোহী রুহুল আমিন কে ধাক্কা দিলে রুহুল আমীনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত রুহুল আমিন জেলা সদর উপজেলার কোড্ডা গ্রামের পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে। মোটরসাইকেল আরোহী আখাউড়া বাইপাস এলাকার মোটর মেকানিক।

তথ্যসূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে মৃত রুহুল আমিন মিয়া আখাউড়া থেকে পায়ে হেটে তার নিজ বাড়ি কোড্ডা গ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় আখাউড়া বাইপাস এলাকার মোটর মেকানিক মোটর সাইকেল ট্রায়াল করার সময় বেপরোয়া চালানোর কারণে রুহুল আমিন মিয়াকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাতে কারণে নাক মুখ কান দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মোটরসাইকেল টি পুলিশ হেফাজতে আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।