বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ১০

ভোলার বোরহানউদ্দিনের বাটামারায় নসু ব্যাপারীর মোড় এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। তাদেরকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় বাসু হাওলাদারের ছেলে মো. হাছনাইন (১৯) ও বেলুন বিক্রেতা মো. নিরব (৩৫)।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল আমিন জানান, নিরবের বাড়ি ভোলা সদরে। তিনি গ্যাস ভর্তি বেলুন বিক্রি করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।