ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


বিএনপির সাবেক উপমন্ত্রী দুলু করোনা আক্রান্ত


১৯ নভেম্বর ২০২০ ১৭:৫৩

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তির জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।

বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আলী আজগর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে, বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।