ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতের দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। আর হাসপাতালে নেয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। তবে, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতের দিকে নওগাঁ থেকে ধান কেটে মজুরির ধান ভটভটিতে বোঝাই করে কৃষকরা বাড়ি ফিরছিলেন। তারা ভটভটিতে ধানের ওপর বসেছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার বারিকবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।