ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ডেঙ্গুতে জাবি ছাত্রের মৃত্যু


১৬ নভেম্বর ২০২০ ১৯:৪২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্র মারা গেছেন।

রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রনজীত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি।

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক রনজীতের গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।

রনজীতের বন্ধু সাইফুল ইসলাম পরশ বলেন, রনজীত দীর্ঘদিন জন্ডিসে ভুগছিলেন। গুরুতর অসুস্থতা বোধ করলে রোববার সকালে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রনজীতের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তার রক্তের প্লাটিলেট অনেক কম পাওয়া যায়। রনজীতের শারীরিক অবস্থার আরও অবনতির কারণে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে।

পরশ জানান, রনজীতকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর ৪০ মিনিট পরেই তার মৃত্যু হয়।