ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


পুঠিয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি শুরু


১৬ নভেম্বর ২০২০ ০৫:৩২

ছবি-নতুনসময়

পুঠিয়ায় বাংলাদেশ কালেক্টরেট (বাকাসস) এর রাজশাহী জেলা শাখার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে।

১৫ নভেম্বর রবিবার সকাল সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মবিরতী চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রিয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীবৃন্দ এ কর্মবিরতীতে অংশ গ্রহন করেন।

এসময় তারা হাজিরা খাতায় স্বাক্ষর করে কার্যালয়ের সামনে অবস্থান করেন।

জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনা ভূমি অফিসসমূহে কর্মরত ১১-১৬ গ্রেডভূক্ত কর্মচারীগন পদ পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২০০১ সাল হতে আন্দোলন করে আসছে।