ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় হঠাৎ করে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড


১৬ নভেম্বর ২০২০ ০৫:২২

ছবি-নতুনসময়

আশুলিয়ায় হঠাৎ করে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার ১৫ নভেম্বর বেলা ১ টার দিকে মহাসড়কের আশুলিয়া থানার সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাইক্রোবাসের চালক উজ্জল জানান, ডাচ বাংলা ব্যাংক থেকে বের হয়েই আশুলিয়া থানার সামনে মহাসড়কে টার্নিং নেয়ার সময় হঠাৎ গাড়ীর সামনের অংশে আগুন ধরে যায়। পরে তিনি এবং তার সাথে থাকা অন্যজন দ্রুত গাড়ী থেকে নেমে পড়েন। মুহুর্তের মধ্যেই আগুনে পুরো গাড়ি পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।