ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


টাঙ্গাইলে ট্রাকচাপায় তিন বাইক আরোহী নিহত


১১ নভেম্বর ২০২০ ১৬:৩২

ফাইল ছবি

টাঙ্গাইলে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন আরোহী। বুধবার ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে কিশোর বয়সী একজন আছে। নিহতদের বাড়ি দেলদুয়ার উপজেলায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা।


বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।