ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


মেয়র প্রার্থী শরিফুল ইসলাম টিপুর ২ নং ওয়ার্ড গণসংযোগ


১১ নভেম্বর ২০২০ ০২:০৬

ছবি- নতুনসময়

পুঠিয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ পৌরসভার গন্ডগোহালী ২ নং ওয়ার্ড গণসংযোগ করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণত সম্পাদক শরিফুল ইসলাম টিপু।

এ সময় তিনি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। এই ওয়ার্ডটি মূলত একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে বিবেচিত হয়। তিনি বলেন, অতিতেও আপনাদের সাথে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো। আগামী নির্বাচনে আমি আপনাদের মেয়র প্রার্থী আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সমর্থন আর ভালোবাসা আমাকে সব সময় উজ্জীবিত রাখবে।

এ সময় ভোটারদের সাথে কথা বলেন, এবং ২ নং ওয়ার্ডের খোঁজ খবর নেন। তিনি আরো বলেন, আমি প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছি। জনগণ আমাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো ভুলবার নয়। নিজ দল থেকে মনোনয়ন আশাবাদী তিনি। এ সময় তার সাথে স্থানীয় যুবলীগ নেতা আসাদ সহ এই ওয়ার্ডের প্রায় দুই শতাধিক নেতাকর্মী, ভক্ত, অনুসারী সঙ্গে ছিলেন।