স্ত্রীকে এসিডে ঝলসে দিল সাবেক স্বামী

রাজধানীর টেকনিক্যালের বার্ডেম হাসপাতালের সামনে তালাক প্রাপ্ত স্ত্রী রহিমা বেগম (৩৫) কে এসিডে ঝলসে দিল সাবেক স্বামী আব্দুল আলী (৫০)।
আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্হায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ওই নারীর স্বজন মিরাজ জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে টেকনিক্যাল বার্ডেম হাসপাতালে সে কর্মরত ছিল। কাজ শেষ করে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী তাকে এসিডে ঝলসে দেয়। তার মুখ, পিঠে ও হাত এসিডে ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, তার সঙ্গে ১০/১২ বছর আগে বিয়ে হয়, বিয়ের পর থেকে তাদের মধ্য ঝগড়া লেগেই থাকতো। পরে তাদের তিন মাস আগে ডিভোর্স হয়ে যায়।
গ্রামের বাড়ি, দিনাজপুর জেলার বিরল উপজেলার বাড়ি। বর্তমানে, কল্যানপুর নতুন বাজার এলাকায় থাকতেন
তিন বোন চার ভাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকের বরাত দিয়ে জানান, রহিমার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।।