তিতাসে মাস্ক নাই, সেবা নাই

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এই স্লোগানে কুমিল্লার তিতাসে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা বাতাকান্দি বাজার থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে বাজারের অলিগলি প্রদক্ষিণ করা হয়।
বাতাকান্দি বাজার ষ্টেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আহসানুল ইসলাম বলেন, ‘মাস্ক নাই, সেবা নাই। কোথাও মাস্ক ছাড়া গেলে কোন সেবা দেয়া হবে না। দোকানে পর্যন্ত কেনাকাটা করা যাবে না। করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পরার অনুরোধ জানান তারা।