দিনাজপুরে দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তান ও স্বামী-স্ত্রীসহ একই পরিবারের মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান।
এর আগে শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভ্যানচালক স্বপন (৩০), তার স্ত্রী ফারজানা (২৫), সন্তান হুসেন (৭) ও হাসিবুর (৪)। অন্য একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোকলেছুর রহমান জানান, শনিবার রাতে অতি বৃষ্টির ফলে রাতের কোন এক সময়ে বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে ঝাউপাড়া গ্রামের একই পারিবারের ৫ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা দেয়াল চাপা পড়া অবস্থায় তাদেরকে দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।