ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহার শিশুর খাদ্য বিতরণ


৯ জুলাই ২০২০ ০৩:৩৫

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের শতাধিক কোমলমতি শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে এই শিশু খাদ্য বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

এই সময় তিনি জানান, বড়দের খাদ্য উপহার দেয়ার পাশাপাশি শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগেন সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিশুদের কথা চিন্তা করে শিশু খাদ্য বিতরণ এর নির্দেশ দিয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেরিত শিশু খাদ্য গুঁড়ো দুধ বিতরণ করেন তিনি।

এর আগে কোভিড-১৯ সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া চৌগ্রাম ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৩২১ জন পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ১. কেজি আলু বিতরণ করেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।