ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


ফারুক আহমেদের হার্টে ব্লক ধরা পড়েছে, পরানো হয়েছে রিং


৯ নভেম্বর ২০২৫ ২২:২৫

সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) হার্টে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং পরানো (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেয়া হয়।

 

পরে সন্ধ্যায় ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে এখনও তাকে সিসিইউতে রাখা হয়েছে।

 

গত ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক।