ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কুমিল্লার বুড়িচংয়ে নতুন করে ৮ জনের দেহে করোনা শনাক্ত


৫ জুলাই ২০২০ ২২:৪০

ছবি অনলাইন

কুমিল্লার বুড়িচংয়ে একইদিনে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫ জুলাইরবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মীর হোসেন মিঠু। তিনি জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। ৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এই পর্যন্ত সংখ্যা বেড়ে ১৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

(৫ জুলাই ২০২০) রবিবার নতুন করে যারা সনাক্ত হয়েছেন তারা হলো:বুড়িচং সদরের পূর্ণমতি গ্রামের এডভোকেট আল মামুন। পূর্ণমতি গ্রামের রওশোন আরা।বুড়িচং সদরের মেহেরুনেছা।বুড়িচং সরকারি হাসপাতালের পরির্দশক লাকি বেগম,মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মোখলেছুর রহমান,ময়নামতি ইউনিয়নের গনেশপুর ধনু মিয়া, ভারেল্লা ইউনিয়নের পশ্চিম সিং গ্রামের ইউসুফ, ভারেল্লার শাহ জালাল। বুড়িচং উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ সচেতনায় সকলের প্রতি ব্যাপক নজর রেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।