
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ইন্দ্রপুরে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে শ্রীপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে এসব বৃক্ষ বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমানা আলী টুসী এ সময় কৃষকলীগ সভাপতি কবির হোসেন,আতিকুর রহমান, বেলায়েত হোসেন, ফিরোজ মিয়াসহ স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে বেশ কিছু চারা রোপন করেন তিনি। এদিকে বিনামূল্যে নানান জাতের গাছ পেয়ে খুশি সাধারণ মানুষ। এমপি বলেন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্নস্থানে ধারাবাহিকভাবে ফলজ,বনজ ও ওষুধী বৃক্ষ রোপন করা হবে।