ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বুড়িচং উপজেলায়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


২ জুলাই ২০২০ ২২:৩০

ছবি অনলাইন

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালানাকালে গাঁজাসহ আল আমিন(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বুড়িচং থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানা ওসি মোজাম্মেল হক পিপিএম এর নির্দেশে উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমিল্লা টু বাগড়া সড়কে পাশ হতে মাদক বিরোধী অভিযান পরিচালানাকালে এস আই বিনোদ দস্তিদার, এস আই ওয়াহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্স বুধবার (১ জুলাই) বিকেলে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমীনকে আটক করে। আটককৃতের বাড়ি সিলেট জেলার মোগলাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মজলু মিয়ার ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।