ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে এনজিও’র কর্মসূচি


২৬ জুন ২০২০ ২০:৫০

ছবি সংগৃহীত

‘শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ন হবে, জ্ঞানের আলোয় মাদক দূরে রবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২০ উপলক্ষে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। ২৬ জুন শুক্রবার সকালে এনজিও "লাইট হাউজ" এর উদ্যোগে বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। মাদক শুধু মাদক সেবীকে না, একটি পরিবার, সমাজ এবং জাতীকে ধ্বংস করে। সঠিক যত্ন ও সেবা মাদক সেবীদের মাদক থেকে দূরে রাখে। করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থেকে বাঁচতে মাদককে না বলতে বলা হয়েছে। করোনা ভাইরাস ফুসফুসকে আক্রমন করে, তাই মাদক সেবনকারীদের জন্য ভয়ানক বলা হয়েছে। মাইকিং এর মাধ্যমে মাদক ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে নিজে জানা- অন্যকে জানানো এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হয়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান জানানো হয়। এনজিও’র পক্ষ থেকে নাটোর জেলা শহর ছাড়াও বড়াইগ্রাম উপজেলাতে দিবসটি পালনে মাইকিং সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে আর্থিক সহযোগীতায় রয়েছেন ইউএসএইড ও ইউকেএইড। প্রচার ও বাস্তবায়নে রয়েছে লাইট হাউজ, ঢাকা আহ্ছানিয়া মিশন, আশক্ত পূনর্বাসন সংস্থা(আপস)-রাজশাহী এবং নারী ও শিশু কল্যাণ সোসাইটি( লাইট হাউজ )। কারিগরি সহযোগীতা করেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে উপজেলা কো-অর্ডিনেটর সিন্থিয়া ইসলাম বলেন, ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন করতে সারা দেশের ন্যায় নাটোর সদর সহ ছয়টি উপজেলাতে ‘শুদ্ধ জ্ঞানেই সঠিক জাতি হবে, জ্ঞানের আলোয় মাদক দূরে রবে’ এমন প্রতিপাদ্য নিয়ে মাইকিং করা হচ্ছে। এসময় সঙ্গে ছিলেন সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক মুক্তি রহমান।