ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


রাজশাহী মেডিকেলে করোনায় দুই জনের মৃত্যু


২০ জুন ২০২০ ১৯:১১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে রাজশাহী জেলায় করোনায় চার জনের প্রাণ গেল।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই জনের মধ্যে এক জনের বাড়ি রাজশাহী। তার নাম ড. মো. শহীদুল্লাহ (৫৫)। বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আজ শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত অন্য জনের নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। বাবার নাম মৃত জনাব আলী। হাফিজুর স্থানীয় আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এই দুই জনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা লাশ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।