ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিএসএমএমইউ’র প্রতিবেদন নিয়ে যা জানালেন ডা. জাফরুল্লাহ


২০ জুন ২০২০ ০৩:৪৮

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের অ্যান্টিবডি কিট নিয়ে ঔষধ প্রশাসনের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গণস্বাস্থ্যের নামকরণ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু নিজেই। আবার বঙ্গবন্ধুর নামে নামকরণ করা আরেক প্রতিষ্ঠানের অর্থাৎ বিএসএমএমইউর বিশেষজ্ঞ দল গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর কারিগরী কমিটি কর্তৃক গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেড এর উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের সুপারিশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ঔষধ প্রশাসন জরুরীভাবে সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এনে সুপারিশগুলো বাস্তবায়ন করবেন এবং অতিদ্রুত নিবন্ধন ও বিপণনের অনুমতি দেবেন’।