ট্রাক-ট্রেনের সংঘর্ষ

ট্রাক ও মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যশোরের ঝিকরগাছার মাঝামাঝি এলাকায় পেঁয়াজ ভর্তি মালবাহী ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই ঘটনায় রেলের ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন বলেন, ‘বেনাপোল থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি ট্রেনটি নোয়াপাড়ার দিকে যাচ্ছিল। এসময় একটি ট্রাক ট্রেনের আগমন উপেক্ষা করে রাস্তা পার হচ্ছিল তখন ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।এবং মালবাহী ট্রেনের ইঞ্জিনের ৬ টি চাকা লাইনচ্যুত হয়েছে। তিনি আরও বলেন, ‘উদ্ধার কাজ চলমান রয়েছে। যেহেতু ক্রিটিক্যাল ঘটনা। লাইন ক্লিয়ার হতে এখনো দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে’। এদিকে এই ঘটনায় যশোর-বেনাপোল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।