ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রংপুরে ২শত বিশেষ ঈদ উপহার দিলেন -এস পি বিপ্লব কুমার সরকার


২৪ মে ২০২০ ০১:৫২

ছবি সংগৃহীত

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। তবে এবার প্রাণঘাতী করোনাভাইরাস সে আনন্দকে অনেকটা ফিকে করে দিলেও মানবিকতার ডাকে সারা দিয়ে সে আনন্দকে খুঁজে নিলেন রংপুরের এসপি।
শনিবার (২৩ মে) দুপুর ১ টায় কোতোয়ালী থানা এলাকার পাগলাপীর অটিস্টিক স্কুল প্রাঙ্গণে মানবিকতার আবেদনকে প্রাধান্য দিয়ে তিনি ২০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, সয়বিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, গরম মসলা ১ প্যাকেট, সাবান ২ পিস, সেমাই ২ প্যাকেটসহ গুড়া দুধ ১ প্যাকেট।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) রংপুর, জনাব মোঃ আশরাফ হোসেন সহকারী পুলিশ সুপার, (এসএএফ) রংপুর এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ এবিএম সাজেদুর রহমানসহ কোতোয়ালী থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।