ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গেরিলা যোদ্ধা বিচ্ছু’ জালাল করোনায় আক্রান্ত


২৪ মে ২০২০ ০১:২৪

একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জালালের পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, কয়েকদিন আগে তার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। গত তিনদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হলেও অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছেন বলে জানা গেছে।

একাত্তরে ঢাকার আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময়ই বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন জহিরউদ্দিন জালাল। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ডানপিটে জালালকে আদর করে ডাকতেন ‘বিচ্ছু জালাল’। আর সেই থেকে তার নামের সঙ্গে যোগ হয় ‘বিচ্ছু’।