ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আরও এক পুলিশের সদস্যের করোনায় মৃত্যু


২৩ মে ২০২০ ১৯:৩২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তার নাম মো. মোশাররফ হোসেন শেখ (৫৬)। তিনি উপ-পরিদর্শক (এসআই /সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। রাজশাহীতে চিকিৎসাধীন শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে মারা যান। এ নিয়ে করোনায় ১২ পুলিশ সদস্য প্রাণ হারালেন।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, তিনি রাজশাহী আরআরএফ এ কর্মরত ছিলেন। মোশাররফ হোসেন পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মোশাররফ হোসেনের মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।