ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


পথের ধারের ভিক্ষুক মহিলাকে খাদ্যসহ ঈদ সামগ্রী দিল রাজশাহী জেলা প্রশাসক


২৩ মে ২০২০ ০৩:৪৮

ছবি সংগৃহীত

গতকাল ২০-০৫-২০ইং (বৃহস্পতিবার) রাজশাহী জিরোপয়েন্টে বাচ্চাকে শুয়ে রেখে ভিক্ষা করার একটি ছবি রাজশাহীর জেলা প্রশাসনের দৃষ্টিতে আসে। আজ ২১-০৫-২০ইং (শুক্রবার) সেখানে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ দল হাজির হয়ে গতকালকের সেই মহিলাসহ আরও দুইজনকে সেখানে ভিক্ষা করতে দেখে প্রত্যেককে ১০০০ করে টাকা ও পর্যাপ্ত চাল, ডাল,তেলসহ আনুষাঙ্গিক খাদ্য দ্রব্য দেয়া হয়। রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক আশা করেছেন, তাদের ঈদ ভালো ভাবে উদযাপন হবে। ভবিষ্যতে তারা কোনও ব্যবসা করে খাইতে চাইলে পুনর্বাসন করা হবে বলে 'সত্যের সন্ধান ২৪ ডট কম'কে একটি সূত্র নিশ্চিত করেছে। এ খবর তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকীটা তাদের পছন্দের উপর নির্ভর করবে।