ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ফ্রি সবজি বিতরণ করলেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রানা কাজী


২২ মে ২০২০ ২২:২৮

নতুনসময়

ঢাকা উত্তর সিটির করপোরেশনের আওতায় ভুক্ত ১৭নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি রানা কাজী এর নিজের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে ফ্রি সবজি বিতরণ করেছেন। এর আগেও তিনি নিজ উদ্যোগে গরীব ও অসহায়ের মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।

শুক্রবার (২২মে) দুপুরে নূরানী মসজিদের সামনে প্রায় ১০০বেশি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

১৭নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি রানা কাজী বলেন, আমি খুবই আনন্দিত গরীব ও অসহায় মানুষদের জন্য এই কাজটি করতে পেরে। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা ছাত্রলীগের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন উদ্যোগে গরীব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছি।

তিনি বলেন, আল্লাহ তাআলার রহমত হলে আমি সব সময় গরীব ও অসহায়ের মানুষের পাশে এভাবে দাঁড়াবো। আওয়ামী লীগের একজন কর্মী হয়ে সব সময় মানুষের সেবা করে যাবো।

সবজি নিতে আসা একজন মহিলা বলেন, রানা কাজী জন্য আমরা বিভিন্ন জায়গায় থেকে ত্রাণ, ঈদ উপহার পেয়েছি। তিনি আমাদের সব সময় খোঁজ খবর রাখেন। আমি দোয়া করি আল্লাহ্ তালা তাকে রহমত দান করেন। যেন এই ভাবেই সব সময় মানুষের সেবা করতে পারেন।