করোনায় আরো এক পুলিশের মৃত্যু

করোনা যুদ্ধে ১১তম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মারা যাওয়া এ পুলিশ সদস্য হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নায়েক মোহাম্মদ আল মামুন-রশিদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানী রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আল মামুন-রশিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। নায়েক আল মামুনসহ আরও যারা আত্মত্যাগ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এআইজি সোহেল রানা বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সেবা ও সুচিকিৎসা দেয়ার যে চেষ্টা সেটা আমরা অব্যাহত রেখেছি।