ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্থানীয় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার


২২ মে ২০২০ ০২:১১

হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের চিরাকান্দিস্থ তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এদিকে মামলায় আসামী করা হয়েছে পত্রিকার আরও কয়েকজন সংবাদকর্মীকে। গ্রেফতারের ভয়ে তারা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। সুশান্ত আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা। এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম জানান, ফেসবুক ও অনলাইনে বিভিন্ন মানহানীকর তথ্য ও ছবি প্রকাশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক সাইদুজ্জামান জাহির। পরে তাকে পুলিশ গ্রেফতার করেছে।