আম্পান, করোনা উপেক্ষা করে সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে পৃথকস্থানে আজ বৃহস্পতিবারও (২১ মে) পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। সকাল ৭টায় গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার প্রায় ৬ শতাধিক পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে টঙ্গীর বিসিকে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। অন্যদিকে টঙ্গীর ন্যাশনাল ফ্যান কারখানার কর্তৃপক্ষ বেতন দিতে অক্ষম জানিয়ে দিয়েছে। শ্রমিকরা উত্তেজিত হয়ে বিসিকের মূল সড়কে এসে বিক্ষোভ করছে।