ডিএনসিসির চিরুনি অভিযানের ৫ম দিনে ৫৭ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আজ বুধবার ৫ম দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫ টি ওয়ার্ডে সকাল থেকে মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান পরিচালিত হয়েছে।
আজকের চিরুনি অভিযানে ডিএনসিসির ৫টি অঞ্চলে মোট ২১৫০টির অধিক বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময়ে বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনায় ও পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় ১২ টি মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-১ (উত্তরা) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এর নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরে মোট ১০২০ টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময়ে প্রায় ৭৮১ টি স্পটে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়, যার মধ্যে ২২ টি স্পটে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার প্রজনন উপযোগী সম্ভাব্য সকল স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে এবং বাড়ির মালিকদেরকে সতর্ক করা হয়েছে। এসময়ে ২ জনকে ২টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অঞ্চল-২ (মিরপুর-২) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাসেদ এর নেতৃত্বে মিরপুর এলাকার ৬নং ওয়ার্ডের সেক্টর-৭ এ ৬২৫টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৩৯টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। একইসাথে ৪টি স্থাপনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৪টি মামলায় মোট ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১০টি বাড়িতে নোটিশ প্রদান করা হয়েছে।
অঞ্চল-৩ (মহাখালী) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ডের নর্দা কালাচাঁদপুর এলাকায় ১৫১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবনে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৪৪ টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া ৬টি প্রতিষ্ঠানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৬টি মামলায় মোট ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আরো ১৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
অঞ্চল-৪ (মিরপুর-১০) এর ১২ নম্বর ওয়ার্ডের ১৮৭টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময়ে ১১৯টি স্থাপনায় এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে একইসাথে তাদেরকে সতর্ক করা হয়েছে তবে কোন জরিমানা করা হয়নি।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এর নেতৃত্বে মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ডের লালমাটিয়া নিউ কলোনি ও স্বপ্নপূরী এলাকায় ১৬৭ টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এসময়ে উক্ত স্থাপনাসমূহে এডিস মশার লার্ভা ও প্রজননউপযোগী পরিবেশ পাওয়া যায়নি। সন্তোষজনক পরিবেশ পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতেও এমন সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, চলমান চিরুনি অভিযানসহ ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১০মে থেকে পরিচালিত অভিযানে এখনপর্যন্ত সর্বমোট ৪লক্ষ ৫হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রনে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে।