ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


আইসোলেশনে এমপি ফজলে করিম চৌধুরী


২০ মে ২০২০ ১৮:২২

করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে আছেন রাউজান-৬ আসনের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এ তথ্য জানা যায়।

ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী বলেন, ত্রাণ বিতরণসহ করোনার বিভিন্ন কার্যক্রমে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার শারীরিক অবস্থা ভালো আছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা সংগ্রহের ব্যাপারে প্রস্তুতি চলছে।