সরকারের সমালোচনার অভিযোগে আ.লীগ নেতা আটক

সরকারি কাজে বাধা প্রদান ও সরকারের নীতির কঠোর সমালোচনা করার অভিযোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জি,এম শফিউল আযম লেনিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) বেলা ৩ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ পুলিশ সার্কেল) জামিরুল ইসলাম জামির নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে ।
তিনি গাবুরা গাইন বাড়ি গ্রামে মৃত নওশের আলম গাইনের ছেলে ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, ঘুর্ণিঝড় মোকাবেলায় গাবুরায় সরকারি কাজ চলাকালে তাতে বাধা প্রদান ও সরকারের নীতির কঠোর সমালোচনা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।