ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


বাঘা-চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডিম বিতরণ


১৯ মে ২০২০ ২২:০৩

ছবি সংগৃহীত

রাজশাহী -৬ ( চারঘাট- বাঘা) মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির ব্যক্তিগত উদ্যোগে করোনা পরিস্থিতি তে কর্মহীন, হতদরিদ্র ও নিম্নআয়ের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে মোট ১'লাখ ডিম উপহার হিসেবে আজকে বিতরণের জন্য প্রদান করা হয়।

করোনা সংকটে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সহযোগিতা অব্যাহতভাবে চলবে।
চারঘাট-বাঘার দুই উপজেলার প্রায় ৭০ টন মৌসুমি সবজি(আলু, মিষ্টিকুমড়া, পুঁইশাক, ডাটা, করলা) বিতরণ করা হয়েছে।
প্রথমধাপে,
সেই ধারাবাহিকতায় এবার সূষম খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে দুই উপজেলার মোট ১৬হাজার পরিবারের মাঝে প্রায় ২ লাখের বেশি পরিমাণে ডিম বিতরণের জন্য প্রদান করা হয়েছে।

দ্বিতীয় ধাপে আজ দুই উপজেলা মোট ১০ হাজার পরিবারের মাঝে ডিম বিতরণের জন্য প্রদান করা হয়।