ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


উপকূলীয় স্কুল-কলেজগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয়ার নির্দেশ


১৯ মে ২০২০ ২২:০২

ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। আর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। আর ঘূর্ণিঝড়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সে তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দিতে হবে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংগ্রহ করে জেলা শিক্ষা কর্মকর্তার তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কন্ট্রোলরুমে পাঠাবেন।

এছাড়া ঘূর্ণিঝড় আমফানে শিক্ষা সংশ্লিষ্ট যেকোনো তথ্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের (০১৭১১৭০৪৭২৫) যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সে তথ্য সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে জানাতে হবে।