নাসিরনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লোহার-রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন ভূঁইয়া (৩২) নামে সাবেক এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা সদরের মৃত মুখলেছুর রহমান ভূইয়ার ছেলে।
নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত কবির হোসেন জানান, সকালে গাছের আম পাড়ার জন্য পাশ্ববর্তী বাড়ির ছাদে উঠে রড দিয়ে আম পাড়ছিল। হাতে থাকা রড দিয়ে আম গাছে আঘাত করলে পাশে থাকা বিদ্যুতের তারে ছিটকে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীলের অনেক জায়গা পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষনা করেন।
নিহত মোশারফ নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও ব্যবসা প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মৃত মুখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে মোশারফ। নিজ বাড়ির গাছের আম পাড়ার জন্য পার্শ্ববর্তী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ মাস্টারের বাড়ির ছাদে ওঠেন। এ সময় রড দিয়ে গাছ থেকে তিনি আম পাড়ার সময় অসাবধানবশতঃ এই দূর্ঘটনা ঘটে।
মোশারফ হোসেনের মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ এ. কে. একরামুজ্জামান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এম এ হান্নান গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।