ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


সিংড়ায় লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু


১৯ মে ২০২০ ২০:৪০

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় লটারীর মাধ্যমে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে কৃষকের কাছ থেকে লটারীর মাধ্যমে এই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ওসিএলএসডি সুব্রত কুমার, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শিখা, পিআইও আল আমিন সরকার, ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরো অনেকে।
প্রথম দিনে সিংড়া পৌরসভা, কলম ও চামারী ইউনিয়নে কৃষকদের লটারী সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মোছা: নাসরিন বানু জানান, লটারীর মাধ্যমে বাছাই করে প্রতিজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ টন করে ধান নেওয়া হবে। এবছর ৭ হাজার ২ শত ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া চাল সংগ্রহ করা হবে সিদ্ধ চাল ৩৯১০ মেট্রিক টন, আতব চাল ২৯৭ মেট্রিক টন। আতব চাল ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি নেয়া হবে বলে জানান তিনি।