আধুরিয়ায় মানবপাচাররোধে পুলিশী চেকপোষ্ট

আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকার ফলে ছোট ছোট যানের মাধ্যমে এক জেলা থেকে আরেক জেলায় মানবপাচাররোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় পুলিশী চেকপোষ্ট বসানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) উক্ত চেকপোষ্টের মাধ্যমে পুলিশ বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে এক জেলা থেকে আরেক জেলায় মানবপাচাররোধে কাজ করছে।
জানা যায়, সরকারি নির্দেশে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকার পরও ছোট যানের মাধ্যমে বিভিন্ন জেলায় সাধারন লোকজন যাতায়াত করছে। এতে করোনা সংক্রমনে মহামারী আকার ধারন করার পরিস্থিতি তৈরী হয়েছে। এভাবে সাধারন মানুষের অবাধ যাতায়াত প্রতিরোধ করতেই উক্ত চেকপোষ্ট বসানো হয়েছে বলে জানান ‘গ’ সার্কেল এএসপি মোঃ মাহিন ফরাজী। তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এক জেলা থেকে আরেক জেলায় যাতে করোনা সংক্রমন ছড়াতে না পারে তাই এধরনের কার্যক্রম চলছে। তিনি আরো বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য প্রশাসন তৎপর রয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ভুলতা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।