ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত


১৯ মে ২০২০ ১৯:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জের রামপুরা এলাকার আবু সাঈদের ছেলে আলী আকবর (২৮), তার স্ত্রী নূরজাহান খাতুন (২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রুপসীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তারা তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকার ফুলজোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।