দশমিনায় তিন হাজার দু’শ মানুষের মাঝে মানবিক সহায়তা
দশমিনা উপজেলায় তিন হাজার দু’শ মানুষের মঝে মানবিক সহয়তা (ত্রান) প্রদান করেছেন বসুন্ধরা গ্রæপ ও মবিল যমুনা বাংলাদেশ লিঃ।
আজ সোমবার বাংলাদেশ প্রেটোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) ও পটুয়াখালী জেলার ত্রান সম্বয়ক মোঃ সামছুর রহমানের সার্বিক তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় দশমিনা সদর ইউনিয়নে এ মানবিক সহয়তা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ ভূমি সংস্কারক বরিশাল অঞ্চল তরকদার মোঃ আক্তার জামিল, উপজেলা র্নিবার্হী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভূট্রো, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন সান্টু প্রমূখ।