ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনায় মারা গেল যুবলীগ নেতা


১৭ মে ২০২০ ২৩:০৩

যাত্রাবাড়ী থানা ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রবিবার (১৭ মে) সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ।

তিনি বলেন, সায়েম করোনা পজেটিভ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। পরিবারিক সিদ্ধান্তে সরকারি করোনাবিধি অনুযায়ী জানাজা নামাজ সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।