আশুলিয়ায় কর্মহীন সাতশ মানুষের মাঝে অর্থ বিতরণ করলেন আবু তাহের

করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশে মহামারী কর্মহীন হয়ে পড়েছে অসহায় মানুষ এসব কর্মহীন অসহায়-দুস্থ মানুষের কথা চিন্তা করে আজ পাঁচ শতাধিক মানুষের মাঝে অর্থ বিতরণ করলেন হাজী আবু তাহের সাবেক সাভার উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ ।
শনিবার সকালে আশুলিয়ার কাইচা বাড়ি এলাকায় নিজ বাসভবনের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সাত শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে পাঁচ শত টাকা করে অর্থ বিতরণ করা হয় । এবিষয়ে মোঃ সালাম বলেন আমরা ৭ই মার্চ ১৯৭১ সাল থেকে বংশ গত আওয়ামী লীগ আমরা সাত ভাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে এ অর্থ প্রদান করলাম
এব্যাপারে হাজী আবু তাহের বলেন করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশে বিস্তার লগ্ন থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে বিভিন্ন ত্রাণ সহায়তা সহ পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে তাদের মাঝে নগদ অর্থ দিয়ে পাশে থাকার চেষ্টা করলাম, এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, হাজী আবু তাহের , সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ, মোঃ হালিম চৌধুরী, সাবেক মেম্বার ধামসোনা ইউনিয়ন পরিষদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ ।