বোরহানউদ্দিনে বড় মানিকায় জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে ৩ হাজার ১ শত ১৪ জন কার্ড ধারী জেলেদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এপ্রিল ও মে মাসের মৎস্য ভিজিএফ চাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী‘র উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ চাল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার। এসময় ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী ট্যাগ অফিসার আব্দুল সাত্তার, মোঃ মনিরুল ইসলাম ও ইউপি সচিব অমল দে, ইউনিয়নের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।