আশুলিয়ায় লিঙ্গের ব্যবসায় ইটভাটা মালিক সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেবে বলে হুমকি

ঢাকার নিকটবর্তী সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম সাধুপাড়া মাদ্রাসা রোড এলাকায় গরুর লিঙ্গ ও অন্ডকোষ শুকিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করছেন সাধু পাড়া বউ বাজার এলাকায় বসবাস রত, মোঃ সালাউদ্দিন নামে এক ইটভাটার মালিক, খোঁজ নিয়ে জানা যায় ওই কারখানায় ১০/১২ বছরের ছেলে ও মেয়ে শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে অথচ তাদের দেওয়া হচ্ছে না প্রায়োজনিয় নিরাপত্তা সরঞ্জাম । করোনা ভাইরাস আবির্ভাব তবুও থেমে নেই এই কারখানা দুর্গন্ধে দূষিত হচ্ছে এলাকা জনজীবনে স্বস্তি হারিয়ে ফেলেছে এলাকাবাসী।
এমন সংবাদের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে কারখানায় গেলে সংবাদকর্মীদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি, ঐ কারখানায় কর্মরত সিকিউরিটি গার্ড বলেন কারখানা বন্ধ আছে কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না বলে কারখানার ভিতর থেকে লাইট একজাস্ট ফ্যান সহ সকল কিছু বন্ধ করে দেয়া হয় ।
পরবর্তিতে কাঁচা লিঙ্গ ও অন্ডকোষ ভর্তি একটি পিকআপ ভ্যান কারখানার সামনে আসলে ছবি ধারণ করার পর সালাউদ্দিন নামের ঐ ব্যক্তি সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐ স্থানে এসে কারখানার মালিক পরিচয়ে দিয়ে,কি হয়েছে আপনারা কারা এবং কি জন্য এসেছেন বলে সংবাদ কর্মীদের সাথে অকথ্য ভাষায় কথা বলা সহ চার্জ করতে শুরু করেন ।
এবং মিডিয়ায় কর্মরত আইডি কার্ডের ছবি তাদের ক্যামেরায় ধারণ করেন এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে স্থান ত্যাগ করার জন্য হুমকি প্রদান করেন । এবং সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুমকি দেন , তিনি আরো বলেন আমি পরিবেশ ছাড়পত্র এনে তার পর চেয়ারম্যান এর কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছি । সকল প্রকার কাগজপত্র থাকা সত্ত্বেও সংবাদ প্রকাশ করলে সংবাদকর্মীদের সমস্যা হবে বলে হুমকি দেন ।
কারণ কি বিষয়টি জানতে চাইলে স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন মাদবর এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এধরনের কারখানা চলতে দেওয়া হবে না, আমি এব্যাপারে জানিনা আপনারা সংবাদ প্রকাশ করেন আইন প্রায়োগ কারি সংস্থা যে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তাদের সাথে থাকবো ।
এলাকাবাসী বলেন আমাদের জানামতে কারখানায় কোনো কাগজপত্র দেয়া হয়নি এরা নিজেদের ক্ষমতায় সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকাবাসীকে হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গরুর লিঙ্গ ও অন্ডকোষ কাঁচা সংগ্রহ করে এখানে এনে শুকিয়ে তা বিদেশ রপ্তানি করছেন পাড়া গ্রাম এলাকার প্রভাবশালী ব্যক্তি ইটভাটার মালিক সালাউদ্দিন কে নিষেধ। করলেই দেয়া হচ্ছে তাকে হুমকি ।
কাঁচা লিঙ্গ ও অন্ডকোষ শুকানোর দুর্গন্ধে দূষিত হচ্ছে এলাকা, যেন দেখার কেউ নেই ।, এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা হচ্ছেন লাঞ্ছিত এবং দেয়া হচ্ছে হুমকি ।
স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবী এই ধরনের কারখানা আবাসিক এলাকা থেকে অনত্রে সরিয়ে নিয়ে আমাদের স্বস্তি ফিরিয়ে দেবেন বলে আমরা আশাবাদী।