পঞ্চগড়ে মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। হগলু মোহাম্মদ (৭০) নামে ঐ বৃদ্ধের বাড়ি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত নুর ইসলামের ছেলে । হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই আলম মৌমাছির কামড়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বৃদ্ধার বড়ছেলে জাহাঙ্গির হোসেন জানায় নাতনির বাসায় যেতে সকাল ১১ টার দিকে আমার বাবা বাড়ি থেকে বের হয় ।
পথিমধ্যে বাড়ি থেকে ৫০ গজ দূরে রাস্তায় মৌমাছির একটি দল বাবাকে কামড় দেয়। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে বাবা। পরে প্রতিবেশিদের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে টুনিহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হয়। পল্লী চিকিৎসক পঞ্চগড় সদর আধনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামার্শ দেয় । পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাসপাতাল জরুরী বিভাগ জানায় বাবা বেচেঁ নেই । এদিকে মৌমাছি কামড়ে মৃত্যুর খবরে বসুনিয়া পাড়ায় ছুটে যায় হাড়িভাষা ইউপি চেয়ারম্যান । তিনি জানায় স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।