রুপগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূইয়া সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁনকে সাথে নিয়ে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এসময় ফুটপাতে দোকান ও মার্কেটগুলো বন্ধের অভিযান চালানো হয়। ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ অভিযান চলে।
এসময় ভূলতা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ভূলতা ও গাউছিয়া এলাকার প্রায় দেড় হাজার ফুটপাত তুলে দেন। এসময় তাঁতবাজার ও আব্দুল হক মার্কেটের মধ্যে যে সকল মাছ বাজার ও কাঁচা বাজারের দোকান আছে তাদেরকে ভুলতা স্কুল মাঠে স্থান্তার করার নির্দেশ দেন।
ইউএনও মমতাজ বেগম বলেন, আমরা এলাকাবাসীকে করোনাভাইরাসের হামলা থেকে বাঁচাতে ও সামাজিক দুরত্ব সৃষ্টির লক্ষেই এ পদক্ষেপ নিতে হয়েছে। দোকান্দারদের এ সাময়িক কষ্ঠ দেয়ায় তিনি দুঃখ্য প্রকাশ করেন।
এসময় ব্যবসায়ীরা সরিয়ে নিতে প্রশাসনকে কথা দেন।
ভূলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন আমি প্রশাসনের নির্দেশ বাস্তবায়নে সর্বদা প্রস্তত আছি।