ভোলায় বৈশ্বিক মহামারীতে পত্রিকার হকারদের পাশে ড.শান্ত

করোনা ভাইরাস মহামারীতে পত্রিকা প্রকাশ বন্ধ থাকায় বেকার হয়ে মানবতার জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতারা।বৈশ্বিক মহামারীতে বিপর্যস্থ কর্মহীন হয়েপড়া ভোলার পত্রিকার হকারদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন তরুন আওয়ামীলীগ নেতা ড.আশিকুর রহমান শান্ত।
আজ বুধবার দুপুরে ভোলা শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড় বাসভবনে সামাজিক দূরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে ভোলার পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ড.শান্তর পক্ষে পত্রিকার হকারদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশতাক আহমেদ শাহিন।
ড.শান্ত জানান যেকোন দুর্যোগে তিনি ভোলার মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবেন।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খানঁ, এডভোকেট গিয়াসউদ্দিন, ফিরোজ প্রমুখ।
উল্লেখ্য চলমান তৃতীয় ধাপসহ ভোলা -২ আসনের ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন ডক্টর আশিকুর রহমান শান্ত।