ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


মানিকগঞ্জে সামাজিক দুরত্ব না মানায় কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান ও শপিংমল বন্ধ


১৩ মে ২০২০ ০৬:২৭

ফাইল ছবি

করোনার এই সময়ে মানুষের জীবন মানের কথা বিবেচনা করে বিশেষ কিছু নিয়ম নীতি মেনে দোকান ও শপিংমল খুলা রাখার কথা বলে সরকার। কিন্তু মানিকগঞ্জে সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে দোকান খুলে বসে ব্যবসায়ি গণ। যার ফলে মানুষের মাঝে করোনা সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই করোনা সংক্রমন প্রতিরোধে মানিকগঞ্জ জেলার জনমানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আগামী কাল থেকে আবার অনির্দিষ্টকালের জন্য শপিংমল বন্ধ ঘোষণা করা হল । বিষয়টি ১২ ই মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মানিকগঞ্জ গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন । এতে মুদি দোকান, কাচা বাজার ও ঔষধের দোকান ব্যতিত অন্য সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় । উল্লেখ্য, মুদি দোকান, কাচা বাজার ও ঔষধের দোকান সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা যেতে পারে।