ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজনীতি মানে সেবা, সেবা মানে রাজনীতি ভোলায় ড. শান্ত


১২ মে ২০২০ ২১:৪২

ছবি সংগৃহীথ

রাজনীতি মানে সেবা,সেবা মানে রাজনীতি এই প্রতিপাদ্যকে ণীতি  করে বৈশ্বিক মহামারীতে বিপর্যস্থ ভোলা-২ আসনের কর্মহীন মানুষের  পাশে দাড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ড: আশিকুর রহমান শান্ত। তিনি  ভোলা-২ আসনের দৌলতখান ও রোরহানউদ্দিন উপজেলার কর্মহীন পাচ  হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের ২য় দফার ১ম দিনে আজ  মঙ্গলবার ভোলা শহরের উকিল পাড়াস্থ নিজ বাসভবনে পাচ শত মানুষের মাঝে  খাদ্য সহায়তা প্রদান করেন । ড: শান্তর পক্ষে মানুষের হাতে খাদ্য সহায়তা
তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশতাক আহমেদ শাহিন।  ড: শান্ত জানান যেকোন দুর্যোগে তিনি ভোলা-২ আসনের মানুষের  পাশে থেকে সহযোগিতা করে যাবেন।