ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


চি‌কিৎসার উদ্দেশে ঢাকায় আসার প‌থে মা‌টিতে লু‌টিয়ে পড়ে মৃত্যু


১২ মে ২০২০ ০৫:২২

ঢাকায় চিকিৎসা নিতে ইজিবাইকে করে আসার পথে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন এক ব্যক্তি।

সোমবার (১১ মে) বেলা ১১টার সময় মাদারীপুরে রাজৈর উপজেলার শিবচর কাদিরপুর বাজার থেকে ঢাকা আসার পথে তিনি মারা যান। তার নাম বাবুল মিয়া। তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।

স্থানীয় সূ‌ত্রে জানা য‌ায়, রা‌জৈর টে‌কেরহাট থে‌কে ইজিবাই‌কে ক‌রে কাঁঠালবাড়ী ঘা‌টের উদ্দেশে রওয়ানা হন বাবুল মিয়া। শিবচ‌রের কাদিরপুর বাজা‌রে সাম‌নে এসে শ্বাসক‌ষ্টে প্রচণ্ড অসুস্থতা অনুভব ক‌রায় চালক‌কে ইজিবাইক থামা‌তে ব‌লেন। ইজিবাইক থে‌কে নে‌মে রাস্তার পা‌শে গি‌য়ে এক‌টি হাঁ‌চি দেন এবং তাৎক্ষ‌ণিক মা‌টি‌তে লু‌টে পড়ে মারা যান।

শিবচর থানার অ‌ফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মৃ‌তের আত্মীয়স্বজন আস‌লে মৃতদেহ‌টি পু‌লিশ হেফাজ‌তে রা‌জৈর টে‌কেরহা‌টে প্রেরণ করা হ‌বে। এ ব‌্যাপা‌রে সেখানকার স্বাস্থ‌্য বিভাগ ও প্রশাসন পরবর্তী পদ‌ক্ষেপ নে‌বেন।