ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ রোহিঙ্গা নিহত, আটক ৫


১০ মে ২০২০ ২২:০৯

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের অভিযানে ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক  হয়েছে।

রোববার (১০ মে) ভোররাতে উখিয়ার বালুখালী মরাগাছ তলা এলাকায় বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আখতার।

তিনি জানান, গোপনে খবর পেয়ে পুলিশ প্রথমে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২ এর ১১ নম্বর ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর ক্যাম্পের আরও  দুটি স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ক্যাম্পে মোট তিনটি ঘরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক  করা হয়।

তিনি আরো জানান, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার বালুখালীস্থ মরাগাছ তলায় অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল ইয়াবা কারবারি। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গা বলে জানা গেছে।

গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মর্জিনা আখতার জানান, ঘটনাস্থল থেকে আরও  ৩০ হাজার পিস  ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।